Privacy Policy

Last updated: October 30, 2023

As we care our customer and we know that your privacy is very important to you. Here are explaining you, how do we collect your information, why do we need it and how do we use them.

Personal Information we collect

Information you provide to us:

  • When you create account with us as Name, email, address, phone number and password.
  • Your payment information, as we user third party payment processing system; third party will use your personal information to complete your transaction with us. But we do not have full access to your payment information.

Other Information you provide to us

Product/service reviews, email you sent to us, cash and cookies, images/photos.

How do we use your Personal Information?

We use your personal information as or described below at the time of collection.

  • Processing order and delivery and return
  • Provide services in our platform
  • Product listing
  • Processing payments
  • Provide you support and services
  • Troubleshooting, testing, research and analysis
  • Investigating unauthorized or illegal, fraudulent and harmful activities
  • Government and law enforcement services if necessary
  • Marketing and advertising
  • Social media interacting

Reviews and Blogs

Any information you provide, may read, access and used by other who access them. We have no control over other platforms.

Changes to this Privacy Policy

We may change or update this privacy policy time to time, and process your information. The updated privacy policy will be effective immediately upon posted on the services.

 

প্রাইভেসি পলিসি 
 সর্বশেষ আপডেট: 10, 30, 2023

একজন গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য গ্রাহকের ব্যক্তিগত ইনফরমেশন আমরা সর্বোচ্চ নিরাপত্তার দিকে লক্ষ্য রাখি। এখানে আমরা আপনাকে জানাব, কেন ও কিজন্য গ্রাহকের ইনফরমেশন সংগ্রহ করি  এবং কীভাবে সেগুলো ব্যবহার করি।


 কিভাবে আপনি আমাদের তথ্য  প্রদান করেন:-

*আমাদের ওয়েবসাইট প্লাটফর্মে যখন আপনি নাম, ঠিকানা,ইমেইল এবং ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে  অ্যাকাউন্ট তৈরি করেন।
*থার্ট পার্টি যেমন বিকাশ, নগদ কিংবা SSL commerce  এর মতো 
অন্যান্য পেমেন্ট গেটওয়ে সিস্টেম ব্যবহার করে আপনি যখন আপনার পেমেন্ট কমপ্লিট করে থাকেন, এবং ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করেন। কিন্তু আপনার পেমেন্ট প্রাইভেসি ইনফরমেশন থার্ট পার্টি পেমেন্ট গেটওয়ে প্লাটফর্ম  আমাদের সাথে শেয়ার করে না এবং কোন ধরনের এক্সেস নেই।


অন্যান্য ইনফরমেশন যা আপনি প্রদান করে থাকেন:- 

প্রডাক্ট বা পরিসেবা সম্পর্কে আপনার মতামত এবং ইমেইল করে আপনি যে প্রডাক্টের ছবি ও ফটো এবং বিভিন্ন ধরনের  কুকিজ।


*আপনার দেয়া ব্যক্তিগত তথ্য আমরা কোন ক্ষেত্রে কিজন্য ব্যবহার করব?

এখানে একটি তালিকা দেয়া হলো, আপনার ব্যক্তিগত তথ্য আমরা কোথায় ব্যবহার করি। 

*অর্ডার প্রসেসিং এবং ডেলিভারি ও রিটার্ন করার সময় 

*আমাদের প্ল্যাটফর্মে যখন আপনাকে কোন সেবা প্রদান করব।

* ওয়েবসাইটে পণ্য তালিকাভূক্ত করার সময় 

*পেমেন্ট প্রক্রিয়াকরণ ক্ষেত্রে। 

*আপনাকে কোন ধরনের সহায়তা এবং পরিষেবা প্রদান করার সময় ।

*অননুমোদিত বা অবৈধ, প্রতারণামূলক এবং ক্ষতিকারক কার্যকলাপ তদন্ত করার ক্ষেত্রে। 

* সরকারের পক্ষ থেকে কোন ধরনের ইনভেস্টিগেশন করার দরকার হলে।

 

ব্লগ ও রিভিউ 

আমাদের যেসব ইনফরমেশন দিয়েছেন, সেগুলোর বাহিরে অন্যান্য থার্ট পার্টির মাধ্যমে কোন প্রকার ইনফরমেশন আমরা পাই না এবং  আমাদের কোন প্রকার কন্ট্রোল নেই।

প্রাইভেসি পলিসি পরিবর্তন :-

আমরা সময়ে সময়ে আমাদের প্রাইভেসি পলিসি পরিবর্তন এবং আপডেট করে থাকি। আপডেট করা প্রাইভেসি পলিসি পোস্ট করার সাথে সাথেই কার্যকর হবে৷